অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের টার্গেট দিয়েছে ভারত

0
.

দাপুটে সেঞ্চুরিতে ভারতকে পথ দেখালেন শিখর ধাওয়ান। ফিফটি করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টপ অর্ডারের দৃঢ়তায় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ গড়ল ভারত।

লন্ডনের দা ওভালে রোববার ৫ উইকেটে ৩৫২ রান করে কোহলির দল। বিশ্বকাপে মাত্র দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ল তারা।

মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে কোনো ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে তৃতীয় সেঞ্চুরি পাওয়া ধাওয়ান ১৬ চারে ১০৯ বলে করেন ১১৭ রান। তার সঙ্গে ১২৭ রানের উদ্বোধনী জুটি গড়া রোহিত করেন ৫৭ রান।

ওয়ানডেতে পঞ্চাশতম ফিফটি পাওয়া কোহলি ফিরেন ৮২ রান করে। শেষের দিকে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে আগের সর্বোচ্চ ছিল গত আসরে শ্রীলঙ্কার ৩১২। ভারতের আগের সেরা ছিল ১৯৮৭ আসরে ৬ উইকেটে ২৮৯।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৫২/৫ (রোহিত ৫৭, ধাওয়ান ১১৭, কোহলি ৮২, পান্ডিয়া ৪৮, ধোনি ২৭, রাহুল ১১*, কেদার ০*; কামিন্স ১০-০-৫৫-১, স্টার্ক ১০-০-৭৪-১, কোল্টার-নাইল ১০-১-৬৩-১, ম্যাক্সওয়েল ৭-০-৪৫-০, জ্যাম্পা ৬-০-৫০-০, স্টয়নিস ৭-০-৬২-২)