অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুনিয়ার গভীরতম পুলে বিলাসি হোটেল, ঘর থেকে দেখুন জলবিলাস!

0

গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন? কোথায় যাবেন টিকিট কাটাও সারা?

.

বিলাসি এই পুলে গা ভাসাবেন নাকি ?
হাইলাইটস
• পৃথিবীর সবচেয়ে গভীরতম স্যুইমিং পুল পোল্যান্ডের এই ১৪৮ ফুট গভীর এই পুলটি।
• আর এই লম্বা টানেলের মধ্যেই রয়েছে অজস্র হোটেল।
• আর সেই টানেলের কাঁচের দেওয়াল বেয়ে চোখ রাখলেই দেখতে পাবেন জলের তলার সৌন্দর্য।
গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন? কোথায় যাবেন টিকিট কাটাও সারা? যদি না হয়ে থাকে তাহলে এবার নতুন কোনও অ্যাডভেঞ্চারে যেতে পারেন। এই সফরে যেতে গেলে আপনাকে যে শুধুই বনে জঙ্গলে যেতে হবে এমনটা নয়, পাহাড়ে-সমুদ্রে যেতে হবে তাও নয়, শুধু ভরসা করে নামতে হবে স্যুইমিং পুলে।

পৃথিবীর সবচেয়ে গভীরতম স্যুইমিং পুল পোল্যান্ডের এই ১৪৮ ফুট গভীর এই পুলটি। আর এই লম্বা টানেলের মধ্যেই রয়েছে অজস্র হোটেল। আর সেই টানেলের কাঁচের দেওয়াল বেয়ে চোখ রাখলেই দেখতে পাবেন জলের তলার সৌন্দর্য। এছাড়াও এখানে থাকবে স্কুবা ডাইভিংয়ের সুযোগ। কিন্তু হাঙর বা তিমির কোনও ভয় থাকবে না।

পোল্যান্ডের একটি অ্যাডভেঞ্চার সংস্থাই এই পুলটি বানিয়েছে। জলের তলার নীল সৌন্দর্য উপভোগ করে নিতে আপনি প্রস্তুত তো?