অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান

0
.

বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয় বিশাল হার দিয়ে। তবে সেই ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানই পরের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। তৃতীয় ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা হয়নি সরফরাজ আহমেদের দলকে।

বুধবার (১২ জুন) নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। তবে এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও চলমান আসরের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার কিছু নেই বলেই মনে করেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

তার মতে, বিশ্বকাপের দশটি দলের সবাইকেই হারানো সম্ভব। যদি ইংল্যান্ডের দিকে তাকান, তারা খুব ভালো ক্রিকেট খেলছিলো এবং সবাই মনে করেছিলো তাদের হারানো কঠিন হবে। কিন্তু সবাইকেই হারানো সম্ভব। আমাদের পরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও খুব ভালো ক্রিকেট খেলছে। তবে তাদেরকেও হারানো সম্ভব।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের রেকর্ড খুব বেশি ভালো নয়। অজিদের সাথে বিশ্বকাপের সর্বশেষ পাঁচ ম্যাচে চারবারই পরাজয়বরণ করে মাঠ ছেড়েছে পাকিস্তান। তাছাড়া চলতি বছরই বিশ্বকাপের আগে দুবাইয়ে অজিদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে তারা। তবে অতীতের এই সব পরিসংখ্যান নিয়ে মোটেও চিন্তিত নয় দলটি। তাদের কাছে প্রতিটি দিনই নতুন একটা দিন।

এদিকে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর জয়ের জন্য বেশ মরিয়াই হয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাই তারা খেলবে নিজেদের সবটুকু দিয়েই। ম্যাচের আগে ইনজুরিতে আক্রান্ত হয়ে অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ছিটকে পড়লেও তার বদলি হিসেবে প্রস্তুত রাখা হয়েছে মিচেল মার্শকে। সব মিলিয়ে নিজেদের ফিরে পেতে দলকে সমৃদ্ধ করেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অজিরা। আর এই ম্যাচে যে কেউই কাউকে ছাড় দেবে না, তা বোধহয় ক্রিকেট ভক্তদের নতুন করে বলার নেই। এখন কেবল দু’দলের মাঠে নামার অপেক্ষা।

সম্ভাব্য পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।

সম্ভাব্য অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, নাথান কোল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা, নাথান লায়ন।