অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাউজানে ১০ মাদক কারবারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

0
.

চট্টগ্রামের রাউজানে ১০ মাদক কারবারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।

জানাগেছে, আজ শুক্রবার (১৪ জুন) আটককৃতদের রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের আদালতে হাজির করা হলে আদালত দশজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়রা জানায় হলদিয়ায় স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক নির্মূল কমিটির সদস্যরা ঈদের পর থেকে অভিযান চালিয়ে দশজন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেন।

আটককৃতদের মধ্যে হলদিয়ার গর্জনিয়া এলাকার আবদুল হাদির ছেলে আবদুল কাদেরকে (৩২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই এলাকার মফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানকে (২৮) ৬ মাসের কারাদণ্ড, দাড়ির টিলার ফজল আহম্মদের ছেলে আসলামকে (৩০) তিন মাসের কারাদণ্ড, এয়াসিন নগর কারিগর বাড়ির রনিকে (২৪) চার মাসের কারাদণ্ড, উত্তর সর্তার আবুল খায়েরের ছেলে হারুনকে (২৬) তিন মাসের কারাদণ্ড, একই এলাকার মৃত ফোরক আহম্মদের ছেলে নুরুল আলম নুরুকে (৬০) তিন মাসের কারাদণ্ড, জামাল উদ্দিনের ছেলে জামসেদকে (২৫) তিন মাসের কারাদণ্ড, মুহাম্মদ ইউছুপের ছেলে জনিকে (২৫) এক মাসের কারাদণ্ড, মোহাম্মদ মিয়ার ছেলে মোসলেম উদ্দিনকে (৩০) এক মাসের কারাদণ্ড ও হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকার আবুল কাসেমের ছেলে মাদক ব্যবসায়ী আবু তৈয়বকে (২৪) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।