অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজিমপুরে পুলিশের সাথে গোলাগুলিতে জঙ্গি নিহত, আহতবস্থায় ৩ নারী জঙ্গি আটক

7

nari-jongiপুরান ঢাকার আজিমপুরে বিজিবি ২ নম্বর গেটের সামনে একটি বাসায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)‘র সাথে জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক জঙ্গি নিহত ও ৩ নারী জঙ্গি গুলিবিদ্ধবস্থায় আটক হয়েছে। নিহত নারী জঙ্গিদের দুজনের নাম শায়লা (২৬) ও শারমিন (২৮) বলে জানা গেছে।

গোলগুলির ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ৫ সদস্য আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ আটক ৩ নারী জঙ্গিদের মধ্যে একজন ইতোপূর্বে পুলিশের গুলিতে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী বলে পুলিশের ধারণা।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আস্তানাটি ঘেরাও করে অভিযান চালিয়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন-কনস্টেবল লাভলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১)।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সন্ধ্যায় ওই বাসায় পুলিশের সিটি ইউনিটের সদস্যরা অভিযান চালাতে গেলে জঙ্গিরা মরিচের গুঁড়া ও বটি দিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন।

৭ মন্তব্য
  1. Solaiman Mohammad বলেছেন

    পুলিশে কি মানুষের বাচ্চা নেই? নাকি পুলিশে গেলে সব অমানুষ হয়েযায়?

  2. Solaiman Mohammad বলেছেন

    নিন্দা জানাই, নিরীহ মুসলিম নারী পুরুষের উপর অমানবিক নির্যাতন অবিলম্বে বন্ধ কর, জংগী নামের নাটক পাবলিক গিলে না,,

  3. Jalal Uddin Sagor বলেছেন

    news head line and time line er information e somossa ache
    plz chk

  4. Aminul Islam Asif Sikder বলেছেন

    টংগীর ঘঠনা হাইড করতে এই নতুন নাঠক হাসিনার।

  5. Prince Mahmood বলেছেন

    হাত পা বাঁধা কেন ?????

  6. Alim Uddin বলেছেন