অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুব গরম ভাত খান? সাবধান, এরফলেই বাড়ছে পেটের ক্যান্সারের সংখ্যা

0
.

▪দেশে বাড়ছে পেটের ক্যান্সার৷ অনেকেই আক্রান্ত হচ্ছে এই মারণ রোগে৷ গত বছর প্রায় ৫৮হাজার জন আক্রান্ত হন পেটের ক্যান্সারে৷ চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরণের ক্যান্সার খুবই মারাত্মক কারণ এই ক্যান্সার ধীরে ধীরে মৃত্যু মুখে ঠেলে দেয় মানুষকে৷

▪পেটের ক্যান্সার বা গ্যাস্ট্রোইনেস্টাইন ক্যান্সারে একে একে প্রভাব ফেলে বিভিন্ন অঙ্গে৷ বেশিরভাগ মানুষই এই ক্যান্সারের বিষয় অবগত থাকেন না৷ তাই খুব তাড়াতাড়ি শরীরে প্রভাব ফেলতে পারে গ্যাস্ট্রোইনেস্টাইন বা গ্যাস্ট্রিক ক্যান্সার৷

▪মূল দু’টি কারণে গ্যাস্ট্রো ক্যান্সার থাবা বসাতে পারে শরীরে৷ তার একটি কারণ হল বেশি পরিমাণে ভাত খাওয়া৷ এবং অন্য কারণটি হল বেশি ঝাল খাওয়া৷ হায়দরাবাদ ও তিরুভনন্তপুরমে এই নিয়ে ভিন্ন ভিন্ন গবেষণা চলছে৷ তাতে জানানো হয়েছে যে বেশি মাত্রায় গরম গরম খাবার খেলে এই সমস্যা হতে পারে৷

▪এছাড়া ধূমপান ও মদ্যপানের ফলেও এই রোগ ছড়ায়৷ সঙ্গে বেশি নুন বা নোনতা খাবার বেশি খেলেও শরীরে থাবা বসাতে পারে গ্যাস্ট্রিক ক্যান্সার৷

▪নারী ও পুরুষ সমানভাবে এই রোগে আক্রান্ত হতে পারেন৷ শুরুতে পেটে ব্যাথা, গিলতে সমস্যা, হজমের অসুবিধা বা কালো মলের মতো উপসর্গ দেখা দিতে পারে৷ তবে এই ধরণের সমস্যা খুবই সাধারণ বলে মনে করেন অনেকে৷ তাই বাড়তি কোনও সতর্কতা অবলম্বন করেন না৷

▪সেই কারণেই এই ধরণের ক্যান্সার ধরা পড়ে একেবারে শেষ স্টেজে এসে, জানিয়েছেন ডঃ নবীন পোলাভারাপু৷ প্রথমদিকে ধরা পড়লে আধুনিক চিকিৎসার মাধ্যমে তা সেরে যাওয়া সম্ভব৷ যদিও সিটি স্ক্যান বা এমআরআই নয়, বায়পসির মাধ্যমেই এই রোগ নির্ধারণ করতে হয়৷ জানাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকরা৷

▪গত কয়েক বছরে পেটের ক্যান্সার বা গ্যাস্ট্রোইনেস্টাইন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিতে অনেক বদল এসেছে৷ বিভিন্ন কেমোথেরাপির মাধ্যমে এখন এই ধরেণের ক্যান্সার মুক্ত হওয়া সম্ভব৷ তবে প্রথমদিকেই তা ধরে পড়লে, সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ তাই সতর্ক থাকুন৷ সর্বদা নজর রাখুন নিজের শরীরের প্রতি, পরামর্শ চিকিৎসকদের৷