অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল

0
sports-news-01
বিপিএল-২০১৬ লোগো।

আগামী ৪ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর শুরু হচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট

৭ টি দল অংশ নিচ্ছে বিপিএলের চতুর্থ এ আসরে। এক আসর বিরতির পর আবারও এ আসরে ফিরছে খুলনা ও রাজশাহী বিভাগের ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক দু’টি দল। এছাড়া শর্ত ভঙ্গ করায় এ আসরে অংশ নিতে পারছে না সিলেট সুপারস্টারস। তবে আগের আসরে অংশ নেওয়া বাকি ৫টি দল থাকছে বিপিএলের এ আসরে। দলগুলি হচ্ছে, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।

নতুনভাবে খুলনা ও রাজশাহী অংশ নেওয়ায় ফ্র্যাঞাইজির স্বত্ত্ব বিক্রি করতে চারটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। প্রতিষ্ঠান গুলি হচ্ছে, জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লিঃ, তানভির ফুড লিঃ (মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান) এবং ল্যাবএইড গ্রুপ।