অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাওয়ার খান, ঘুমোন তার মাঝেই কমিয়ে ফেলুন ওজন! রইল কিছু সহজ উপায়!

0
.

লো ক্যালোরির সুষম খাবার পেট ভরে খান ৷ ৩০–৪৫ মিনিট জোর পায়ে হাঁটা, সাঁতার বা সাইক্লিং ও ২৫–৩০ মিনিট যোগা করুন ৷ সঙ্গে মন শান্ত রাখতে মেডিটেশন ও ব্রিদিং এক্সারসাইজ করুন ৷ যতটা সম্ভব শরীর সুস্থ রাখার চেষ্টা করুন।

রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান। সকালে মনিং ওয়াক করুন। এতে শুধু ওজন কমবে তাই নয় শরীরও ভাল থাকবে।

পেট–কোমর ভারী হলে, সে দিকে আলাদা করে নজর দিন ৷ কোমরে ব্যথা থাকলে বা ৪০–এর উপর বয়স হলে বিশেষজ্ঞের পরামর্শ মতো চলুন ৷ নিয়মিত শরীরচর্চা করুন।

সপ্তাহে এক দিন ব্যায়াম থেকে ছুটি নিন ৷ সে সময় ভাল করে ঘুমোন ৷ রিল্যাক্স করুন ৷ অল্পবিস্তর অনিয়ম করতে পারেন ৷ ওইটুকু অনিয়ম পুষিয়ে নিতে পরের কয়েক দিন এক মুঠো ভাত কম খাওয়া বা ৫–১০ মিনিট এক্সট্রা হাঁটুন ৷

টেনশন বাড়লে খুব তাড়াতাড়ি তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন ৷ কারণ টেনশনের হাত ধরেই অস্বাস্থ্যকর জীবনের সূত্রপাত হয় অনেক সময় ৷ টেনশন ওজন বাড়ায় খুব তাড়াতাড়ি। তাই যতোটা সম্ভব টেনশন না করার চেষ্টা করুন।