অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভারত থেকে দেড় বছর পর দেশে ফিরল ৬ তরুণী

0
.

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

ভালো কাজের আসায় ভারতে পাচার হওয়া ৬ তরুনী ‘স্বদেশ প্রত্যাবর্তন ‘ আইনের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।

আজ সোমবার (১৭ই জুন) দুপুর আড়াই টার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলো-আলেয়া খাতুন, ফাতিমা খাতুন, চুমকি খাতুন, সীমা আক্তার, হ্যাপি ইসলাম ও পপি খাতুন। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, ভালো কাজের আশায় এরা ভারতের কোলকাতায় যেয়ে সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে। এরপর আদালতের মাধ্যমে সংলাপ ও লিলুয়া নামে দুইটি শেল্টার হোমের হেফাজতে তাদের রাখা হয়। পরে বিশেষ ‘স্বদেশ প্রত্যাবর্তন’ আইনের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

যশোর মহিলা আইনজীবি সমিতির এ্যাডভোকেট নাসিমা খাতুন বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ স্বদেশ প্রত্যাবর্তন আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।