অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ত্বকের দাগ দূরে থাক

0
.

সঠিক যত্নে ত্বকে দাগছোপ পড়বে কম।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকের দাগছোপ দূরে রাখার কয়েকটি পন্থা এখানে জানানো হল।

সানস্ক্রিন ব্যবহার: দাগ ও ত্বকের সমস্যা নানান কারণে হয়ে থাকে। ‘হাইপার পিগমেন্টেশন’য়ের কারণে ত্বকে স্বাভাবিকভাবেই কালো দাগ দেখা দেয়। তাই বাইরে যাওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

স্ক্রাব ব্যবহার: ত্বকে যদি ব্রণ ও র‍্যাশের সমস্যা না থাকে তাহলে সপ্তাকে দুএকবার নিয়ম করে স্ক্রাব ব্যবহার করুন। কালোভাব, দাগ ইত্যাদি আক্রান্তস্থানে স্ক্রাব করুন। কয়েক মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে মধু ও লেবু কালো দাগের উপর ব্যবহার করতে পারেন।

ভালোভাবে মুখ পরিষ্কার করা: ত্বকের ধরন বুঝে পরিষ্কারক বেছে নিন। ত্বক খুব বেশি সংবেদনশীল হলে প্রাকৃতিক ফেইসপ্যাক ব্যবহার করুন। এতে ময়লা ও জীবাণু দূর হয়ে ত্বক চকচকে হয়ে ওঠে। ব্রণ প্রবণ ত্বকে প্রাকৃতিক ফেইসপ্যাক তৈরি করতে পানি ব্যবহার করুন।

‘থার্মোহার্ব মাস্ক’: যাদের ত্বক শুষ্ক, তারা ত্বক সতেজ করতে এই মাস্ক ব্যবহার করতে পারেন। এটা ত্বকের দাগ ছোপ কমায়, মৃত কোষ দূর করে এবং ত্বক সুন্দর রাখে।