অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ক্লান্ত ত্বক প্রাণবন্ত করার উপায়

0
.

সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে ফিরিয়ে আনা যায় ত্বকের দীপ্তি।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ক্লান্ত চেহারায় দ্রুত সতেজভাব আনার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

– ত্বক আর্দ্র রাখা দিয়ে শুরু করতে পারেন যত্নের প্রথম ধাপ। এতে ত্বক উজ্জ্বল দেখায়। ত্বক খুব বেশি শুষ্ক হলে আর্দ্রতা বাড়াতে ‘ফেইস অয়েল’ ব্যবহার করতে পারেন।

– ত্বক বেশি নির্জীব দেখালে, ভারী ফাউন্ডেশনের পরিবর্তে হালকা বেইজ ব্যবহার করুন। মৃদু ময়েশ্চারাইরাজ বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন ত্বকের রংয়ের সামঞ্জস্যতা ধরে রাখতে।

– ত্বক স্বাস্থ্যকর দেখাতে হালকা ব্লাশ ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ও আপনার সঙ্গে মানানসই এমন রংয়ের ব্লাশ ব্যবহার করতে পারেন।

– চোখ দেখতে বেশি লাল লাগলে চোখ পরিষ্কারক ‘আইড্রপ’ ব্যবহার করুন। এতে চোখ উজ্জ্বল লাগবে দেখতে। চোখের উজ্জ্বলতা বাড়াতে ও সতেজ দেখাতে ন্যুড আই লাইনার ব্যবহার করা ভালো।

– চোখের মতো ঠোঁটও ক্লান্তভাব প্রকাশ করে। ঠোঁট শুষ্ক ও স্তর বিশিষ্ট হয়ে থাকলে ঠোঁট স্ক্রাব করে তাতে রঙিন লিপ বাম ব্যবহার করুন। এতে ঠোটের আর্দ্রতা বজায় থাকে।