অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাকলিয়ায় অপহরণের দুইদিন পর ট্রাকচালক সফিক উদ্ধারঃ গ্রেফতার ২

1
দুই অপহরণকারী।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় মুক্তিপণের দাবীতে অপহরণের দুই দিনের মাথায় মোঃ শফিক নামে এক ড্রাইভারকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণকারী চক্রের দুই সদস্য মোঃ সাইফুজ্জামান প্রকাশ আবির (২০) ও মোঃ সাগর (২০)।

সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহ্নত ট্রাক চালক  মো. সফিক।

তিনি জানান, গত ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে গাড়ি চালক সফিককে অপহরণ করে নিয়ে যায়। পরে তার স্ত্রী মোবাইলে ফোন করেও মুক্তিপণ না দেয়ায় তারা সফিককে বেদম মারধর করে।

আজ অপহরনকারীরা মো. শফিককে এক স্থান হইতে অন্য স্থানে স্থানান্তর করার সময় ভিকটিম টহল পুলিশ দেখে চিৎকার করলে বাকিলয়া থানার টহলরত পুলিশ টিম তাকে উদ্ধার করে করে এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করে।

এসময় পুলিশ দেখে আরো ৩ অপহরণকারী পালিয়ে যায়। তারা হল-রাব্বি (৩০), জসিম (৩২) ও রুবেল (৩০)।

গ্রেফতারকৃত দুজন পুলিশের কাছে স্বীকার করেছে- তারা মহানগরীর বিভিন্ন স্থান হতে আগেও বেশ কয়েকবার এমন অপহরন করে মুক্তিপণ আদায় করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামী মোঃ আবির (২০) সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার স্ত্রী হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক এহতেসামুল হক ভোলার আপন ভাতিজা জানিয়েছেন ওসি নেজাম উদ্দিন।

এ ব্যাপারে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

১ টি মন্তব্য
  1. Zannatul Habiba Ifty বলেছেন

    কি ফেশিয়াল এক্সপ্রেশন ভাভা!!😕