অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হলুদ দিয়ে চা খান, নিমেষে কমবে ওজন

3
.

মোটা হয়ে যাচ্ছেন?‌ কীভাবে শরীরের মেদ ঝরাবেন এই নিয়ে হাজারো চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ক্লান্ত হয়ে পড়েছেন একাধিক টোডকা করতে করতে। এবার একটা সহজ উপায় জানিয়ে রাখি। হলুদ দিয়ে চা খান। হলুদের গুণাগুণ সকলেরই জানা। ওজন কমানোর যাবতীয় গুণাগুণ রয়েছে হলুদে। কীভাবে তৈরি করবেন হলুদ দেওয়া চা। জেনে নিন.‌.‌.‌.‌

উপকরণ: এক চিমটে হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা
আদা কুচি অথবা আদা বাটা এক চিমটে
প্রক্রিয়া:‌ একটি সসপ্যানে এক কাপ জল নিয়ে গ্যাসে বসান, সেটা গরম হয়ে এলে তাতে এক চিমটে আদা বাটা এবং এক চিমটে হলুদ বা হলুদ বাটা দিন।

জল ফুটে এলে গ্যাস বন্ধ করে দিন। ঠাণ্ডা হতে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে। ছাকনি দিয়ে কাপে ছেঁকে নিন। তৈরি আপনার হলুদ দেওয়া চা।
শুধু ওজন কমানোই নয়, সুগারও নিয়ন্ত্রণে রাখে এই হলুদ দেওয়া চা। শরীরে মেদ জমতে দেয় না। খাবার হজম করতে সাহায্য করে। ‌

৩ মন্তব্য
  1. Nihar Sultana Emu বলেছেন

    খুবই উপকারী পোস্ট, এতোদিন পরে বুঝলাম শিল্পী ভাই কেন মোটা হয়না💐💐💐

  2. Nihar Sultana Emu বলেছেন

    তবে এই চায়ে কোন ইনফেকশন জনিত জ্বর থাকলে কমে আসে,কারন আমি নিজেই খেয়ে উপকার পেয়েছি

  3. Mayabi Akhi বলেছেন

    Mote hoite chaii