অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কতটা চেনেন সামনের মানুষটিকে

0
.

কতক্ষণ লাগে মনের মানুষের মনের ভিতরে কী আছে সেটা জানতে?‌ কেউ কেউ তো বলেন, সেটা নাকি সারা জীবনেও জানা সম্ভব নয়। মনোবিদরা বলছেন, সারা জীবন লাগবে না। সামনের মানুষটার মনে কী আছে, সেটা জানতে লাগবে মাত্র ৪৫ মিনিট। তিনদফায় করতে হবে মাত্র ৩৬টি প্রশ্ন। কী কী সেই প্রশ্ন, চলুন জেনে নেওয়া যাক।
❏‌ প্রথম দফা
‌১)‌ যদি বলা হয়, কাউকে তুমি ডিনারে নিমন্ত্রণ জানাতে পারবে, তা সে যেই–ই হোক না কেন, তুমি কাকে ডাকবে?‌
২)‌ তুমি কি বিখ্যাত হতে চাও?‌ চাইলে কী ভাবে?‌
৩)‌ কী কী করলে একটি দিনকে একটি নিখুঁত দিন বলবে?‌
৪)‌ কাউকে ফোন করার আগে কি তুমি কী বলবে, সেটা একবার মনে মনে ঝালিয়ে নাও?‌ নিলে কেন?‌
৫)‌ ধরা যাক তুমি ৯০ বছর পর্যন্ত বাঁচার সুযোগ পেলে। কিন্তু তোমাকে বলা হল, ৩০ বছরের পরে তোমার মন কিংবা শরীরের মধ্যে যে কোনও একটা সচল থাকবে, তুমি কোনটা কর্মক্ষম রাখতে চাইবে?‌
৬)‌ তুমি কবে মারা যাবে, সেটা নিয়ে কি তোমার মধ্যে কোনও অনুমান কাজ করে?‌
৭)‌ শেষ কবে গান গেয়েছো?‌ সেটা কি কারও জন্য গেয়েছো?‌ নাকি নিজের আনন্দের জন্য গেয়েছো
৮)‌ তোমার এবং তোমার সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে মিল আছে, এমন তিনটে জিনিসের নাম বলো।
৯)‌ জীবনে কোন ঘটনার জন্য তুমি নিজেকে কৃতজ্ঞ বোধ করো।
১০)‌ যেভাবে তুমি বড় হয়ে উঠেছো, তাতে কোনও কিছু বদলে ফেলার ক্ষমতা থাকলে তুমি কী বদলাতে?‌
১১)‌ চার মিনিট সময়ের মধ্যে তোমার জীবনের গল্প যতটা সম্ভব খুঁটিনাটি সহ বলো।
১২)‌ কাল থেকে যদি নিজের মধ্যে কোনও গুণ পেতে চাও, সেটা কী হবে?‌

❏‌ দ্বিতীয় দফা
১)‌ যদি নিজের সম্পর্কে কোনও কথা আগাম জানতে চাও, তাহলে সেটা কী হবে
২)‌ এমন কোনও কাজ আছে, যা তুমি দীর্ঘদিন ধরে করতে চেয়েছ, কিন্তু করতে পারোনি?‌ না করে থাকলে কেন করোনি?‌
৩)‌ তোমার জীবনের সেরা সাফল্য কী?‌
৪)‌ একটি বন্ধুত্বে কোন জিনিসকে তুমি সবচেয়ে মূল্যবাম বলে মনে করো?‌
৫)‌ তোমার সবচেয়ে দামী স্মৃতি কোনটা?‌
৬)‌ তোমরা সবচেয়ে খারাপ স্মৃতি কোনটা?‌
৭)‌ যদি জানতে পারো, একবছরের মধ্যে তুমি মরে যাবে, তাহলে তোমার জীবনযাত্রায় কী কী পরিবর্তন আসবে?‌ এবং কেন?‌
৮)‌ বন্ধুত্ব তোমার কাছে কী এবং কেন?‌
৯)‌ প্রেম এবং স্নেহ তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন?‌
১০)‌ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভাগ করে ব্যবহার করো এরকম পাঁচটা জিনিসের নাম বলো।
১১)‌ তোমার পরিবারের সঙ্গে রসায়ন কেমন?‌ তুমি কি বিশ্বাস করো যে তোমার শৈশবই জীবনের শ্রেষ্ঠ সময়?‌
১২)‌ তোমার মা–র সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল?‌

❏‌ তৃতীয় দফা
১)‌‌ এমন তিনটে বাক্য বলো যেখানে তুমি ‘‌আমরা’‌ শব্দটি ব্যবহার করবে। যেমন, ‘‌এখন আমরা কথা বলছি।’‌
২)‌ বাক্যটি সম্পূর্ণ করো, ‘‌এমন কেউ থাকলে ভাল হতো, যার সঙ্গে আমি ভাগ করে নিতে পারতাম.‌.‌.‌’‌
৩)‌ যদি তোমার প্রেমিক বা প্রেমিকা ভাল বন্ধু হয়ে থাকে, তাহলে সবার আগে তাকে কী জানাতে চাইবে?‌
৪)‌ তোমার প্রেমিক বা প্রেমিকাকে এমন একটা কথা বলো, যা তুমি সদ্য আলাপ হওয়া কাউকে বলতে চাইবে না।
৫)‌ জীবনের একটা বিড়ম্বনার মুহূর্তের কথা তোমার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভাগ করে নাও।
৬)‌ শেষ কবে অন্য কারও সামনে কেঁদেছো?‌
৭)‌ তোমাদের নিজেদের সম্পর্কে কী পছন্দ করো সেটা বলো।
৮)‌ এমন কোনও বিষয় আছে কি যা নিয়ে মজা করতে গেলে সেটা গুরুতর ব্যাপার হতে পারে।
৯)‌ যদি আজ তুমি মরে যাও এবং কারও সঙ্গে যোগাযোগ না করতে পারো মৃত্যুর আগে, তাহলে কী না বলে যেতে পারার জন্য তোমার আফশোস হবে।
১০)‌ পরিবারে কে মারা গেলে তুমি সবচেয়ে বেশি বিপদে পড়বে?‌
১১)‌ বাড়িতে আগুন লাগলে প্রিয়জনদের বাঁচানোর পর তুমি কী বা কাকে রক্ষা করতে করতে চাইবে (‌যে কোনও একটি)‌
১২)‌ নিজের কোনও একটা সমস্যার কথা বলো সঙ্গী বা সঙ্গিনীর কাছে জানতে চাও সে কী ভাবে এটার সমাধান করতো।