অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লিপস্টিকে বাড়ে আত্মবিশ্বাস

0
.

লিপস্টিকে নাকি বাড়ে আত্মবিশ্বাস। এমনই দাবি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। তাঁদের মতে, ‘‌লিপস্টিক এফেক্ট’‌–এ আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়। কয়েকজন যুবতীকে তিনটি দলে ভাগ করে তাঁদের কাছ থেকে সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। পরীক্ষার আগে একটি দলকে লিপস্টিক-সহ প্রসাধন করতে বলা হয়। অন্য দলকে বলা হয় গান শুনতে। এবং শেষ দলকে বলা হয় ছবি দেখে মেয়েদের মতো মেকআপ করতে, একটি দলের পড়ুয়াদের ভাল গান শোনানো হয় এবং তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ আঁকতে। সেরা ফল করেন লিপস্টিক-সহ প্রসাধন করা পড়ুয়ারা। যে দলের সদস্যরা গান শুনেছিলেন, তাঁদের পরীক্ষার ফল ভাল হয়। তবে সেরা ফল করেন মেকআপ করা ছাত্রীরা। গবেষকদের দাবি, লিপস্টিক পরলে মহিলাদের মনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাঁরা নিজেদের আরও আকর্ষণীয় মনে করেন। এর ফলে তাঁদের আত্মবিশ্বাসও বাড়ে। একই সঙ্গে তাঁদের পড়াশোনাও ভাল হয়।