অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২১ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

0
.

মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল যোগাযোগ চালু হয় বলে জানিয়েছেন বরমচাল স্টেশনের মাস্টার রোমান আহমেদ। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেলকে সর্বোচ্চ ৫ কিলোমিটার গতিতে চলার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ওই রেললাইন ও সেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়।

এ ব্যাপারে কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, সন্ধ্যায় সিলেট পর্যন্ত ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে এখনো কুলাউড়া থেকে কোনো ট্রেন ছেড়ে সিলেটে যায়নি এবং সিলেট থেকে কোনো ট্রেন ছেড়ে কুলাউড়ার দিকে আসেনি।

রবিবার দিবাগত রাত ১২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় দুর্ঘটনায় পতিত হয় ঢাকাগামী উপবন এক্সপ্রেস টেন। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ চারজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় দুই শতাধিক যাত্রী।