অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রাণ, মিল্ক ভিটা, আড়ংয়ের দুধে মিলেছে ডিটারজেন্ট ও এন্টিবায়োটিক

3
.

পাঁচ কোম্পানি উৎপাদিত পাস্তুরিত দুধে ডিটারজেন্টের সন্ধান পেয়েছেন গবেষকরা। কোম্পানিগুলো হলো- প্রাণ, মিল্ক ভিটা, ইগলু, আড়ং ও ফার্ম ফ্রেশ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক এবিএম ফারুক বলেন, ‘আমরা এসব কোম্পানি উৎপাদিত পাস্তুরিত ও অপাস্তুরিত কাঁচা দুধ পরীক্ষা করে তাতে ডিটারজেন্ট ও এন্টিবায়োটিক পেয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ এবং বায়োমেডিকেল রিসার্চ সেন্টার যৌথভাবে এ পরীক্ষা চালায়।

‘আমরা যে এন্টিবায়োটিকের সন্ধান পেয়েছি সেগুলো মানুষের ব্যবহারের জন্য। মানুষ ও প্রাণির এন্টিবায়োটিক সম্পূর্ণ আলাদা। মানুষের এন্টিবায়োটিক প্রাণির ওপর ব্যবহার বন্ধ করা দরকার,’ যোগ করেন অধ্যাপক ফারুক।

৩ মন্তব্য
  1. Mustafa Nayeem বলেছেন

    ঘটনা সত্যি হলে এখনি স্থায়ী নিষেধাজ্ঞা জারী করা উচিত।

  2. M.a. Kader বলেছেন

    পুরো ভুয়া কোম্পানি।

  3. Shafiul Azam বলেছেন

    কিছু করতে পারবেনা সরকার কারন দুধ কোম্পানি সরকারের চাইতেও শক্তিশালী আর শাস্তি বা কঠোর আইন তৈরি করতে পারে নাই আর পারবে ও না কারন আইন তৈরি বা পয়োগ হলে পুলিশ বা যারা আছে ঘুষ পাবে না।