অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ড্যামেজ চুলের যত্ন নিতে যা করবেন

1
.

শীতকালে অনেকেরই চুল রুক্ষ্ম হয়ে যায় এবং এক ধরনের চিটচিটে ভাব চলে আসে। এতে অনেক সময় চুলের আগা ফেটে যায়। আগা ফেটে গেলে আগে ট্রিম করিয়ে তারপর যত্ন নিন।

এ সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে নিতে পারেন।

প্রথমে একটি স্টিলের বাটিতে নারকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে একটা কাঁচা আমলকি কেটে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে চুলার ওপর একটা কাপড় দিয়ে ধরে কিছুক্ষণ গরম করে নিতে হবে।

কিছুক্ষণ রেখে কুসুম গরম থাকতে চুলের আগা ও গোড়ায় ভালো করে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ম্যাসাজ করতে হবে।

চেষ্টা করুন সপ্তাহে একদিন চুলের বাড়তি একটু যত্ন নিতে

টক দই চুলের জন্য খুব ভালো। সঙ্গে একটি ডিম ও একটি লেবুর রস মিলিয়ে চুলে দিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

যদি চুল পড়া শুরু হয়, তাহলে মেহেদি, পেঁয়াজের রস ও টক দই লাগান। কয়েক দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।