অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই সারাদেশে হরতাল

7
.

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ৭ জুলাই রবিবার সারা দেশে হরতাল ডেকেছে। জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

আজ সোমবার বেলা ১১টায় বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের এই বৈঠকটি হয়। বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা অযৌক্তিক। এর প্রতিবাদে ৭ জুলাই সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মমিনুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, রুহিন হোসেন প্রিন্স, মানস নন্দী, ফখরুদ্দিন কবীর আতিক, বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু।

গতকাল রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। আবাসিক, বাণিজ্যিকসহ সব ধরণের গ্যাসের দাম বাড়িয়েছে বিইআরসি। গড়ে গ্যাসের দাম বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রান্নাঘরে যাদের গ্যাসের চুলা একটি, তারা এত দিন মাসে বিল দিতেন ৭৫০ টাকা। এখন থেকে গ্যাস বিল বাবদ মাসে তাদের ব্যয় হবে ৯২৫ টাকা। খরচ বাড়ল ১৭৫ টাকা। যাদের বাসায় দুই চুলা, তারা এত দিন বিল দিতেন ৮০০ টাকা। এখন তাদের দিতে হবে ৯৭৫ টাকা।

বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহার করা সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দামও বেড়েছে। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে দাম বেড়েছে ৩ টাকা। ৪০ টাকার সিএনজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা।

৭ মন্তব্য
  1. Ali Akkas বলেছেন

    হরতাল সফল হোক!
    গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিল হোক৷

    1. Mostafa Nur বলেছেন

      আপনার বিরুদ্ধে ফতোয়া আসতে পারে

  2. Pujon Sen বলেছেন

    সফল হোক

  3. Shafi Rana বলেছেন

    দাম তো বাড়াইলাইছে হরতাল ডেকে লাভ কি,,

  4. Md Ali বলেছেন

    হরতাল সফল হোক

  5. Ismail Hossain বলেছেন

    ইনশাআল্লাহ সফল হোক হরতাল গরিবের রক্ত শুশন কারীর কালো হাত বেঙ্গে দাও

  6. Hridoy Hasan বলেছেন

    হরতাল সফল হোক!
    গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিল হোক৷
    এদের থেকে শিক্ষা নিয়ে বিএনপিরও কঠোর কর্মসূচি দেয়া উচিত।