অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শুটিং শেষ হওয়ার ৮ বছর পর মিলেছে ছবির ছাড়পত্র

0
.

প্রায় ১৫০ আগের ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্প নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে শুরু হয় ‘দুদু মিয়া’ নামের একটি ছবির শুটিং। মাঝে প্রায় ৮ বছর পেরিয়ে গেছে। ২০১৯ সালের শুরুর দিকে ছবিটির শুটিং শেষ হয়েছে। শুরুতে ছবিটির যে নাম ছিল সেটি পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে ‘ফরায়েজী টিম ১৮৪২’।

সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে ডায়েল রহমান পরিচালিত ছবিটি।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘২০১২ সালের ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করেছিলাম। বিভিন্ন প্রতিকূলতার কারণে মাঝে শুটিং বন্ধ ছিল। অবশেষে ছাড়পত্র পেয়েছি। দর্শক সাড়া দিলেই পরিশ্রম সার্থক হবে।’

শিল্পীদের অসহযোগিতা ও নানা প্রতিকূলতার কারণেই ছবিটির কাজে এত সময় লেগেছে বলেও জানান পরিচালক।

ছবিটির গল্পে ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী দুদু মিয়ার প্রতিরোধ সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। তার সংগ্রাম ও জীবন কাহিনি ফুটে উঠেছে ‘ফরায়েজী টিম ১৮৪২’ ছবিতে।

ঐতিহাসিক গল্পের এই ছবিতে দুদু মিয়া চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন নওশীন।