অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শখের ক্যামেরার যত্ন

0
.

ক্যামেরার যত্ন

পেশার প্রয়োজনে বা শখে ক্যামেরাটা সবারই খুব প্রিয়। প্রিয় এই যন্ত্রটি আবার খুবই স্পর্শকাতর, তাই ব্যবহার করতে হয় যত্ন নিয়ে। ত‍াহলেই দীর্ঘদিন এটি সঙ্গী হবে আমাদের সব উৎসবের আর ভ্রমণের।

যারা নতুন ক্যামেরা কিনেছেন বা কিনবেন বলে ঠিক করেছেন, কীভাবে ক্যামেরার যত্ন নেবেন জানাচ্ছেন ফটোআর্ট স্কুলের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম। জেনে নিন:

• ক্যামেরা ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন এটি কোনোভাবেই পানির সংস্পর্শে না আসে। পানি লাগলে ক্যামেরা নষ্ট হয়ে ‍যায়

• ধুলোবালি থেকেও ক্যামেরাকে দূরে রাখতে হবে। এক লেন্স থেকে অন্য লেন্স বদলাতে হবে দ্রুত। এর ফলে এতে ধুলোবালি ঢোকার আশঙ্কা কম থাকে ও লেন্স ভালো থাকে।

• লেন্স নরম কাপড় দিয়ে সাবধানে পরিষ্কার করতে হবে।

• ব্যবহারের পর ক্যামেরা থেকে ব্যাটারি খুলে রাখতে হবে। ক্যামেরার ব্যাটারি ফেলে না রেখে রিচার্জ করে রাখলে ব্যাটারিটি দীর্ঘস্থায়ী হয়।

• ডিজিটাল ক্যামেরা বহনের ক্ষেত্রে ভালো ব্যাগ ব্যবহার করতে হবে।

• মেমোরি কার্ড থেকে ছবি স্থানান্তর করতে হবে। কারণ মেমোরি কার্ডে ভাইরাস থাকায় ছবি মুছে যেতে পারে।

• ব্যাটারি চার্জ কম দেখালে ক্যামেরা ব্যবহার করবেন না। কেননা, এ রকম অবস্থায় ক্যামেরা ব্যবহার করলে ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

• কম্পিউটারে ছবি নেওয়ার সময় ক্যামেরার সঙ্গে থাকা কার্ডরিডার ব্যবহার করুন। এতে ভাইরাস আক্রমণের আশঙ্কা কম থাকে।

• ক্যামেরাটি ধুলোবালিহীন ও ঠাণ্ডা জায়গায় রাখতে হবে এবং প্রতি ছয় মাস অন্তর সার্ভিস সেন্টারে গিয়ে লেন্স পরিষ্কার করিয়ে নিতে হবে।

• ভালো কোম্পানির ক্যামেরা কিনুন, কেনার সময় সার্ভিস ওয়ারেন্টি সম্পর্কে জেনে নিন।