অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সেই ভারতীয় নাগরিকের খোঁজ মিলেছে

0
.

ব্যবসায়িক কাজে চট্টগ্রামে এসে নিখোঁজ হওয়া ভারতীয় নাগরিক কালপিট নরেন্দ্র জেইন (৩১) এ সন্ধ্যান মিলেছে এবং আজ রবিবার সকালে তিনি তার নিজ দেশের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছেন।

সিএমপির সদরঘাট থানা পুলিশ আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী পাঠক ডট নিউজকে জানান, ভারতীয় এই নাগরিক নিখোঁজ হননি। তিনি ব্যবসায়িক কাজ শেষ করে কাউকে না বলেই হাটহাজারীতে ইসকনে চলে গিয়েছিলেন প্রার্থনা করতে। এসময় তিনি তার মোবাইল ফোন বন্ধ রাখেন।

গতকাল রাতে ফোন খোলার পরপরই বিএসআরএম কর্মকর্তারা এবং পুলিশ গিয়ে তাকে হাটহাজারী থেকে নগরীতে নিয়ে আসেন।

আজ সকালে তিনি ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান।

উল্লেখ্য গতকাল শনিবার এই ভারতীয় নাগরিক নগরীর সদরঘাট থানার বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এর অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হন বলে থানায় জিডি করেন বিএসআরএম এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নুরনবী তালুকদার।

জানাগেছে, দেশের বুহত্তর শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) গ্রুপের সাথে ব্যবসায়িক কনসালটেন্সি করতে সম্প্রতি বাংলাদেশে আসেন ভারতীয় নাগরিক কালপিট নরেন্দ্র জেইন।

গতকাল (০৬ জুলাই) শনিবার সকালে তিনি বিএসআরএম এর চট্টগ্রামের সদরঘাটস্থ অফিসে যান। সেখান থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। দিনভর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

*বিএসআরএম অফিসে এসে নিখোঁজ ভারতীয় ব্যবসায়ী!