অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গোপসাগরের মোহনায় ৩২টি ট্রলারসহ পাঁচ শতাধিক ভারতীয় জেলে আটক

7
.

পটুয়াখালীর কলাপাড়ার বঙ্গোপসাগরের মোহনা রামনাবাদ চ্যানেল থেকে ৩২টি ভারতীয় ট্রলারসহ পাঁচ শতাধিক জেলেকে আটক করেছে উপকূলীয় কোস্টগার্ড সদস্যরা।

রোববার দুপুরে পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করে।

কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে আনা হয়েছে। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।

ভারতীয় জেলেরা জানান, ঝড়ের কবলে পড়ে তারা সেখানে আশ্রয় নেন। মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলেন।

এসব ফিশিং বোড রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে নিয়ে আসে। প্রত্যেক ট্রলারগুলো অত্যন্ত ১৫-১৮ জন জেলে রয়েছে।

এদিকে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, যেহেতু তাদের ট্রলারে জাল রয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারীর আওতায় পড়ার কথা।

পটুয়াখালী পুলিশ সুপার মো. মইনুল হাসান এবং জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী কোস্টগার্ডের বরাত দিয়ে জানান, ভারতীয় জেলেরা ঝড়ের কবলে পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পরে। পরে তারা নিরাপদে বঙ্গোপসাগর সংলগ্ন রামনাবাদ চ্যানেলে এলাকার নদীতে পথে আশ্রয় নেয়। বর্তমানে এসব জেলেরা কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে।

৭ মন্তব্য
  1. Md Bellal Hossain Naim বলেছেন

    সরিষা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়েছে তো

  2. Alomgir Hossain বলেছেন

    Joy Bangla…

  3. Mohammad Helal Uddin Tipu বলেছেন

    সীমান্তে বিএসএফ কি করে? কোস্ট গার্ড দাদাদের আপ্যায়ন করতেছে!

    1. এক লাখ উদ্দিন মুনজিল বলেছেন

      সীমান্ত আর নদী দুইটা এক জিনিস নয়।ভারতীয় বাহিনী আমাদের অনেক ছেলেদেরকে ধরে নিয়ে গেছিল আগে। গুলি করে মারে নি

  4. Abu Taher বলেছেন

    এদের বিচার করতে হবেই

  5. এটি এম গোলাম কিবরিয়া বলেছেন

    কাজের মতো একটি কাজ হয়েছে। কোস্টগার্ড সদস্য ভাইদের ধন্যবাদ।আমাদের সমুদ্র এলাকায় তাদের কি কাজ।আমাদের মৎস্য সম্পদ লুটে নেবে তা হতে পারে না।

  6. ফারুক মুনির বলেছেন

    এগুলা ট্রলার না ভাইচা