অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুক্তিযোদ্ধাদের ভাতা ১৫ হাজার টাকা করা হবে- মন্ত্রী মোজাম্মেল হক

3
.

আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের স্থান পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সরকার গণকবর সংরক্ষণের কাজ শুরু করেছে। যেখানে গণকবর আছে, সেখানেই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধীদের সন্তান কোনোভাবেই আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। যদি কোথাও হয়ে থাকে, তাহলে তাদের বহিষ্কার করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিনসহ অনেকে।

৩ মন্তব্য
  1. Raisa Islam Raka বলেছেন

    ১৫হাজার নয় আর বেশি করেন।আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি করেছেন আপনারা।সরকারি লোকেরা সব সুবিধা পেল সাধারণ জনগন কিছুই পাইনি।

  2. Shihab Shaeym বলেছেন

    সরকারি ও মুক্তিযুদ্ধাদে সব দিয়ে দেন ওরা শুধু বাংলাদেশের মানুষ ২০১৫ সালের মুজুরি কমিশন ২০১৯ সালেও শ্রমিকদের দিতে পারলেন না দেন তাদের দেন তারা বাইছে থাকুক

  3. Rohul Amin Sarkar বলেছেন

    হে করে দেন আপনারা সব সরকারী কর্মকর্তা গন দেশের সাধারণ জনগনকে আর কি করে রক্তো গুলো চুশে খাবেন,,!