অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাতের লেখায় ব্যক্তিত্ব প্রকাশ

0
.

ভাবনার চেয়েও হাতের লেখা আমাদের ব্যক্তিত্বের অনেক বেশি প্রকাশ করে। লেখার ধরণ এবং লেখার আকার দেখেও মানুষের সম্পর্কে ধারণা করা যায়।

ব্যক্তির শিক্ষা, সুযোগ সুবিধা, পারিবারিক পরিবেশ এমন অনেক কিছুরও পরিচয় পাওয়া যায় হাতের লেখায়।

হাতের লেখা বিশ্লেষণ করতে সাধারণত আকার, চাপ এবং দূরত্বকে বিবেচনা করা হয়।

যেমন:

• বড় বড় অক্ষরে লিখলে তাকে বহির্মুখী স্বভারের ইঙ্গিত করে। এরা বেশ সামাজিক হন, মানুষের সঙ্গ উপভোগ করেন।

• ছোট অক্ষরে লিখলে আপনি অন্তর্মুখী, মনোযোগ দিয়ে যত্ন নিয়ে কাজ করতে পছন্দ করেন

• যারা কোন জিনিস গুরুত্ব সহকারে নেন এবং একগুঁয়ে স্বভাবের হন তারা লেখার সময় অনেক বেশি চাপ প্রয়োগ করেন

• অন্যদিকে যারা হালকাভাবে চাপ দিয়ে লেখেন তারা অনেক বেশি সহানুভূতিশীল হন

• লেখার মধ্যে সমান দূরত্ব রেখে সুন্দর করে লাইন করে যারা লেখেন তারা নিজেদের বিষয়েও সমান সচেতন।

• এরা কোনো গুরুত্বপূর্ণ মিটিংও দেরি করে আসেন না, আবার কারো বাড়িতে না জানিয়ে রাত দুপুরে অতিথিও হন না। তাদের ব্যক্তিত্ব সব সময়ই অন্যদের জন্য অনুকরণীয়।