অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বন্যা দুর্গত এলাকায় এখনো সরকারী ত্রাণ পৌঁছেনি- ডাঃ শাহাদাত

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বন্যা দুর্গত এলাকায় এখনো সরকারী ত্রাণ পৌঁছেনি। পাহাড়ী ঢল এবং মৌসুমী বৃষ্টিপাতাওে কারণে সৃষ্ট বন্যায় আক্রান্ত চন্দনাইশ ও সাতকানিয়া দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়ছে জনদুর্ভোগ। বন্যার পানিতে ঘরবাড়ী তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ তাদেও পরিবার পরিজন, গবাদি পশু মালামাল নিয়ে সড়ক ও বাাঁধের উপর নিয়েছেন। চন্দানাইশ, সাতকানিয়া ও দোহাজারীকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা কওে সরকারী সাহায্য পৌঁছে দেয়ার আহবান জানান। যে সমস্ত পরিবার গৃহ ও বাসস্থান হারিয়েছে তাদেরকে সরকারী ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করতে হবে।

তিনি আজ ১৭ জুলাই বুধবার সকালে চন্দনাইশের হাসিমপুর, বড়পাড়া, চৌধুরীহাট, পৌরসভা বৃষ্টিপুকুর পাড়, বরমা, কেশুয়া রাস্তার মাথা, বরকল ব্রীজ সংলগ্ন এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজসহ ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সভাপতি এড. নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহবুব, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আ. ক. ম. মোজাম্মেল হক, বরকল ইউনিয় বিএনপির সভাপতি নাসির সিকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসবা বিএনপির সাধারণ সম্পাদক বাবু খান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবদুল মজিদ শাহ, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা মোর্শেদুল আলম, ইফতেখার হোসেন, চন্দনাইশ উপজেলা যুবদল নেতা আবু বক্কর, রবিউল হেসেন ছোটন, সেলিম উদ্দিন, মো. মুজিব, স্বোচ্ছাসেবক দল নেতা গিয়াস উদ্দিন মাহমুদ চৌধুরী, মোনায়েম খান, হাবিবুর রহমান, মো. সাঈদ, উপজেলা ছাত্রদল সভাপতি তরিকুল ইসলাম টুটুল, পৌরসভা ছাত্রদল সভাপতি আবদুল মান্নান, পৌরসভা ছাত্রদল সম্পাদক সেলিম উদ্দিন, তছলিম উদ্দিন, আবদুর রহমান, শহিদুল আলম, সাজ্জাদ হোসেন বাবর, যুবদল নেতা আজম খান, ফারুক হোসেন, আবু ছালেহ, মো. মুজিব, মো. সোহেল, ছাত্র নেতা সাকিব, ইরফান ও বখতেয়ার প্রমুখ।