অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩৬ দফা ইশতেহারঃ এবার নগরবাসীর মুখোমুখি হবেন মেয়র নাছির

1
.

ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করার প্রতিশ্রুতি সম্বলিত ৩৬ দফা ইশতেহার দিয়ে নির্বাচিত চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন এবার নগরবাসীর মুখোমুখি হচ্ছেন।

দায়িত্ব গ্রহণের পর গত চার বছর কী করেছেন বা কী করতে পারেননি এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে নগরবাসীর মুখোমুখি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন মেয়র নাছির।

আগামী ২৫ জুলাই নগরীর জামালখান ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে মেয়রের এই কর্মসূচি। নগরীর রীমা কনভেনশন সেন্টারে ওই দিন সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হবে।

স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নগরবাসীর পরামর্শ গ্রহণের লক্ষ্যে পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশনের সবগুলো ওয়ার্ডে এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মেয়র নাছির।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রামের নগরপিতা নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দিন। শপথ নেন ওই বছরের ৬ মে। তবে আইনী বাধ্যবাধকতার কারণে দায়িত্ব গ্রহণ করেন ২৬ জুলাই। আগামী ২৬ জুলাই চসিক মেয়রের দায়িত্ব গ্রহণের চার বছর পূর্ণ হবে।

নগরবাসীর মুখোমুখি হবার বিষয়ে বুধবার রাতে মেয়র নিজের ভেরিফাইড ফেসবুক পেইজেও একটি ভিডিও প্রকাশ করেন।

১ টি মন্তব্য
  1. Md Rasel Hasan বলেছেন

    এই সরকার জনগনের সরকার । এই সরকার সব সময় জনগনের জন্য কাজ করে যাচ্ছে । জনগনের জন্য যেটা ভালো সেটাই করছে এই সরকার