অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চমেক হাসপাতালে আগুনঃ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0
.

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে হাসপাতালের মানসিক বিভাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রোগি ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি আর্ধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
ফায়ার সার্ভিসের উপ- সহকারি পরিচালক জসিম উদ্দিন
বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে চমেক হাসপাতালের নিচতলার তলার একটি অস্থায়ী স্টোররুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে আগুন লাগার পর সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, ৪টি স্টেশন থেকে ৯টি গাড়ি পাঠানো হয়। দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, মানসিক রোগ বিভাগের ডা. এম মহিউদ্দিনের চেম্বারের এসি থেকে আগুনের সুত্রপাত হয়। পরে নিচতলার স্টোররুমে আগুন ছড়িয়ে পড়ে। আমরা দ্রুততার সঙ্গে রোগীদের বের করে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে প্রায় লাখখানেক টাকার মালামাল পুড়ে গেছে। তবে কোনো রোগীর ক্ষতি হয়নি। আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক।