অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গুঃ ২৪ ঘণ্টায় ঢামেকে ভর্তি ২৩৩, চট্টগ্রামে ৬

0
.

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। (২৬ জুলাই সকাল ১০টা থেকে ২৭ জুলাই ১০টা পর্যন্ত) একদিনে এত ডেঙ্গু রোগী ভর্তি ইতিহাসে এটাই সর্বোচ্চ।

এদিকে একই সময়ে (গত ২৪ ঘন্টায়) চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ জন রোগী।

ঢামেক হাসপাতালের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ১ হাজার ৬৯০ জন রোগী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং এখনও ভর্তি আছেন ৬৫৮ জন রোগী। এখন পর্যন্ত এ হাসপাতালে মারা গেছেন ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী।

.

ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের জানুয়ারিতে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হন, ফেব্রুয়ারিতে একজনও ভর্তি হননি। এরপর মার্চে ৪ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৮ জন ভর্তি হয় এবং প্রত্যেকেই সুস্থ হয়ে ফেরেন।

জুন মাসে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার অনেক বেড়ে যায়। এ মাসে ১৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়, তাদের মধ্যে একজন মারা যান। আর জুলাই মাসের শনিবার সকাল ১০টা পর্যন্ত (২৭ জুলাই) ১ হাজার ৫৩৭ জন ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ জন রোগী মারা গেছেন এবং ৮৭৪ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ঢামেক হাসপাতালের বাইরেও রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। বিগত কয়েক বছরের মধ্যে ২০১৮ সালে ১০ সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছিল। চলতি বছরের (২০১৯) পাঁচ মাসেরও বেশি সময় বাকি থাকতেই ডেঙ্গু আক্রান্তে গত বছরের রেকর্ড ভঙ্গ হতে চলছে।

চলতি বছরের ২৫ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৫৬ জন। তাদের মধ্যে চলতি মাসেই সর্বোচ্চ সংখ্যক ৭ হাজার ১১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে আরো ৬ জন আক্রান্তঃ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ৫ জন ও বেসরকারি সিএসসিআরে ১ জন রোগী শনাক্ত হয়। এনিয়ে চট্টগ্রামে মোট ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি পাঠক ডট নিউজকে বলেন, আজকে নতুন ৬ জন রোগীর তথ্য পেয়েছি। এ নিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।