অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চুরির আশঙ্কায় বজ্রপাতে নিহত ব্যক্তির মৃতদেহ শয়নকক্ষে দাফন

0
বজ্রপাতে নিহত সাদ্দামের লাশ চুরির আশঙ্কায় নিজ বাড়ির এই শয়ন কক্ষে কবর দেয়া হয়।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি)
দিনাজপুরের ফুলবাড়ীতে  উপজেলার রুদ্রানী বাজার এলাকায় বজ্রপাতে নিহত এক ব্যাক্তির লাশ ঘরের ভিতর শয়ন কক্ষে কবর দেয়া হয়েছে। বজ্রপাতে নিহত ব্যক্তিদের ণাশ কবর থেকে চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নিয়েছে নিহত  সাদ্দাম হোসেনের স্বজনরা।

গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বজ্রপাতে রুদ্রানী ভেড়ম গ্রামের সজিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন মারা যান। এই ঘটনায় সজিম উদ্দিন ও তার বড় ছেলে নুরুজ্জামান নিহত সাদ্দাম হোসেনের মৃতদেহ চুরি হওয়ার আশঙ্কায় সাদ্দাম হোসেনের স্বয়ন কক্ষেই দাফন করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

নিহত সাদ্দাম হোসেনের বড় ভাই নুরুজ্জামান বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির মৃতদেহ নাকি অতি মূল্যবান, এজন্য বিভিন্ন এলাকায় বজ্রপাতে নিহত ব্যক্তির মৃতদেহ চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এজন্য তার ছোটভাই সাদ্দাম হোসেন বজ্রপাতে নিহত হওয়ায় তার মৃতদেহটি চুরি হওয়ার আশঙ্কায় তাদের নিজের স্বয়নকক্ষে দাফন করেছে। কিন্তু সাদ্দাম হোসেনের বাবা সজিম উদ্দিন বলেন, যুবক ছেলে মৃত্যু তার কলিজা ফুটা হয়েছে, তার ছেলের কবরটি তার সামনে রাখার জন্য এই কাজ করেছেন বলে তিনি জানান।