অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম কোর্ট হিল আশেপাশে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক লিফলেট বিতরণ

0
,

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা বাড়াতে হবে। জনগণকে সচেতন করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে। আমাদের দেশে সচেতনার অভাবে রোগ ব্যাধি বেশি হয়। ডেঙ্গু এখন একটি মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গুপ্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে এবং আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কোর্ট হিল এবং এর আশেপাশে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক লিফলেট বিতরণকালে একথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, গত বছরের তুলনায এই বছর ডেঙ্গু রোগ আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। গতকাল পর্যন্ত সারাদেশে ৩২ হাজার ৩৪০ জন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সরকারের ৫৩ কোটি টাকার ডেঙ্গু প্রতিরোধের বরাদ্দের কথা শুনা গেল এখনো পর্যন্ত কোন সুফল জনগণ পাচ্ছে না। দেশে একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ডেঙ্গু হ্যাল্পসেল এর মাধ্যমে কাজ করে যাচ্ছে। জনগণকে সচেতন করতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সভাপতি এড. দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. আব্দুস সত্তার, এড. মফিজুল হক ভূঁইয়া, এস কে খোদা তোতন, পেশাজীবী নেতা এড. তারেক আহমেদ, এড. এস ইউ নুরুল ইসলাম, নগর বিএনপির যুগ্ন সম্পাদক নেতা শাহ আলম, মঞ্জুরুল আলম মঞ্জু, আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক এড. জহুর আলম, এড. নিজাম উদ্দিন, বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ নেতা এড. আনোয়ার হোসেন, এড. মাশকুরা বেগম মেরি, এড. রফিকুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ন সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ।