অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ ৫ জনের মৃত্যু

0
.

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা, বরিশাল ও ফরিদপুরে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৫৯ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে মেহরাজ হাসান নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে রিফাত (১০) নামে এক শিশু শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। সে জামালপুরের খোরশেদের ছেলে। বৃহস্পতিবার রাতে রিফাতকে ঢামেকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মোল্লা (৫২) নামে এক ব্যক্তি মারা গেছে।

ওই হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন জানান, বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বরিশালে এসেছিলেন।

এদিকে ইউএনবির ফরিদপুর প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে লিপি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকছেদপুরে। তার স্বামীর নাম মাহাবুব খলিফা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামুদা প্রসাদ সাহা জানান, গত ২ আগস্ট লিপি আক্তার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

এদিকে চাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুরের এক শিশু বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা গেছে।

মৃত সায়েরা আক্তার (৪) মতলব দক্ষিণ উপজেলার কাশিয়ারা গ্রামের অ্যাডভোকেট মমিনুল হকের মেয়ে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান সায়েরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ছোট বোনও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন।

সায়েরার পরিবার সূত্রে জানা গেছে, সায়েরা বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়। দ্রুত তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আট দিন পর বৃহস্পতিবার রাতে সে মারা যায়।

উল্লেখ্য, এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা আরও অনেক বেশি। ঈদের সময় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।