অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জিইসি মোড়ে অনুমোদনহীন,নকল ওষুধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা

4
.

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় সেন্ট্রাল প্লাজায় অবস্থিত চারটি ফার্মেসীতে অনুমোদনহীন, নকল ওষুধ বিক্রির অপরাধে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার নেতৃত্বে এই অভিযান পরিচালনো হয়। এসময় ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন।

বিসয়টি নিশ্চিত করে ঔষধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান বলেন, অননুমোদিত ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে হক ফার্মেসিকে ১৫ হাজার, নিজামপুর ড্রাগসকে ৭ হাজার, মেডিসিন সপকে ১০ হাজার, সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৪ মন্তব্য
  1. Md Nur বলেছেন

    বেশি দাম দরে বিক্রি করে

  2. Ziauddin Ahmed Raju বলেছেন

    চোর শালার পুতেরা।

  3. Nafiz Minhaz বলেছেন

    এই দোকানগুলোতে ঔষদের দামও অনেক বেশী নেয়…

  4. Manna Mazumder বলেছেন

    দোকান সীল করে জেলে ঢুকানো উচিত ছিল সামান্য জরিমানা ওর কিচ্ছু হবেনা,