অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়া বনবিভাগের অভিযানে পিকআপ ভর্তি অবৈধ গাছ আটক

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পটিয়া বনরেঞ্জ জেলার বাশঁখালী সড়কে অভিযান চালিয়ে পাচারের সময় অবৈধ কাঠ সহ একটি মিনি পিক আপ জব্দ করেছে।

গতকাল রবিবার রাতে আনোয়ারা উপজেলার সরকার হাট দিয়ে টহলরত অবস্থায় বন বিভাগের কর্মীরা এই পিকআপ আটক করে। জব্দকৃত কাঠের আনুমানিক মুল্য এক লক্ষ টাকা।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী জানান, পটিয়া রেঞ্জের কর্মকর্তারা পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের আনোয়ারা উপজেলার সরকার হাট এলাকা দিয়ে চট্টগ্রাম শহরে পাচারের সময় এক লক্ষ টাকা মূল্যমানের সেগুন কাঠসহ একটি মিনি পিক আপ আটক করতে সক্ষম হয়।

আটককৃত মিনি পিক আপ নং পিরোজপুর ন ১১-০১৩৮। বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ইসলাম জানান, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। তবে পাচারকরিরা এ সময় লোকালয়ে পালিয়ে যায়। তিনি জানান এ সংক্রান্তে বন বিভাগের অধীনে মামলা দায়ের করা হয়েছে।