অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঢাকা থেকে চাঁদাবাজি করতে এসে এটিএন বাংলার ভুয়া সাংবাদিক গ্রেফতার

0
.

ঢাকা থেকে এসে বেসরকারী টেলিভিশন এটিএন বাংলার সাংবাদিক পরিচয় দিয়ে মানবিক সাহায্যের নামে নগরীর কোতোয়ালী থানার কোরবানীগঞ্জ লামাবাজারের একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় মো. রাকিব হাসান (২৯) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে এটিএন বাংলা চ্যানেলের আইডি কার্ড ও বেশ কিছু ভিজিটিং কার্ডও উদ্ধার করা হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিব জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মো. মুজাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার ঢাকা থেকে চট্টগ্রামে এসে রাকিব লামাবাজার এএএস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় গিয়ে নিজেকে এটিএন বাংলার সাংবাদিক পরিচয় দিয়ে তার বাবার জন্য মানবিক সাহায্যের নামে চাঁদা দাবি করে।

স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হলের তারা বিষয়টি কোতোয়ালী থানায় জানায়। পরে পুলিশ তাকে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও বার্ত প্রধান মুন্নী সাহার নকল স্বাক্ষরযুক্ত চ্যানেলের ভুয়া আইডি কার্ড ও ভিজিটিং কার্ড উদ্ধার করে।

কোতোয়ালির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সাংবাদিক পরিচয়ে মানবিক সাহায্যের নামে চাঁদা দাবির সময় এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। বিষয়টি এটিএন বাংলা চ্যানেলের চট্টগ্রাম অফিসকে জানানো হয়। পরে এটিএন বাংলার চট্টগ্রাম অফিসের প্রতিনিধি আবুল হাসনাত বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।