অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামের কাজীর দেউড়ীতে চটের ব্যাগে জীবন্ত শিশু উদ্ধার

1
.

চট্টগ্রামে বাসা থেকে চুরি হয়ে যাওয়া ৪১ দিন বয়সী এক শিশুকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে এক রিকশা চালক।  সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া একটার দিকে কাজীর দেউরী এলাকার ভিআইপি টাওয়ারের বিপরীতে সার্কিট হাউসের সীমানা প্রাচীর চটের ভ্যাগে ভরে ফেলে দেয়া  শিশুটিকে উদ্ধার করে চমেক হামপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা।

.

জানা যায়,  রিক্সাচালক জাকির রিক্সা নিয়ে যাওয়ার সময় বেলা একটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের বাউন্ডারীর ভিতর পরিত্যক্ত একটি বাজারের থলে থেকে শিশুর কান্না শুনতে পায়। এসময় রিক্সাওয়ালা জাকির হোসেন শিশুটিকে উদ্ধার করে পুলিশকে জানায়। পরে পুলিশ সদস্য দেব রন্জন শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেহেদীবাগের বাসিন্দা শিক্ষক মানিক চক্রবর্তীর স্ত্রী হ্যাপী শিশু মনিষাকে বাসায় রেখে ঔষধ আনতে গেলে কে বা কারা শিশুটিকে চুরি করে নিয়ে যায়। এর এক ঘন্টা পর মনিষা উদ্ধার হয়

এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই আলাউদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, উদ্ধার হওয়া শিশুটিকে পুলিশ সদস্যরা নিয়ে আসলে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

১ টি মন্তব্য
  1. Hossain Rupa বলেছেন

    বাবুটাকে কি দওক দিবে