অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যুবলীগ নেতার ক্যাসিনো থেকে ১৪২জন আটক, বিপুল পরিমাণ টাকা জব্দ

3
.

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে যুবলীগের কিছু নেতার পরিচালিত একটি ‘ক্যাসিনো’তে অভিযান চালাচ্ছে র‌্যাব। এ ক্যাসিনো থেকে নারী-পুরুষসহ ১৪২ জন আটক করা হয়েছে। এছাড়াও প্রায় ২০ লাখ টাকাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে এ অভিযান শুরু হয়েছে।

.

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ক্লাবটিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছি। তিনি জানান, জব্দ করা টাকাগুলো গোনা হচ্ছে।

উল্লেখ্য, মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া মালিকানাধীন এই ক্লাবটিতে বানানো ক্যাসিনোতে নিয়মিত জুয়ার আসর বসে। এ বিষয়ে কয়েক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ‘মনস্টার’ সম্বোধন করে তাদের পদ থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। একই সভায় যুবলীগের কিছু নেতার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই যুবলীগের এসব নেতার ব্যাপারে খোঁজ খবর শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।

৩ মন্তব্য
  1. Ariful Ripon বলেছেন

    GOOD JOB

  2. Khandakar Mansur বলেছেন

    Action against juboleague rogue bosses started as directed by honourable pm

  3. M.G. Sarwar Bhuiyan বলেছেন

    Bravo hon’able PM.