অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

0
.

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।

আজ বুধবার (১৮ সেপ্টেম্ব) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাজাদজা।

চলতি সিরিজে এই দুই দল দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রথম দেখায় জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে বিনা উইকেটে ৪১ রান। মাঠে রয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত (০৮) ও লিটন দাস (৩২)।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক) মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলামimageবিপ্লব, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, রিচমন্ড মুতুমবামি, শন উইলিয়ামস, টিনোটেন্ডা মাতুমবদজি, রায়ান বার্ল, রেজিস চাকাভা, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, আইন্সলে এনডিলোভু ও ক্রিস এমপফু।