অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মাতাল ছেলের কারণে পল্লী চিকিৎসক পিতার মৃত্যু

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : 

download
ছবি: প্রতিকী।

চট্টগ্রামের বোয়ালখালিতে মাতাল ছেলেকে পুলিশ আটক করায় পল্লী চিকিৎসক সুশীল চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ (১ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলার কানুনগোপাড়া শিব বাড়ির পাশের ভূবন মাষ্ঠারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে জানান, মাতলামীর দায়ে শুক্রবার রাতে ছেলে শিপন চৌধুরী (২১) কে গ্রেফতার হওয়ার খবর শুনে শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুশীল চৌধুরী কানুনগোপাড়ার ভূবন দে এর ছেলে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রনজিত দে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টায় উপজেলার হাজীর হাট এলাকা থেকে মদ খেয়ে মাতলামী করার সময় ডা. সুশীল চৌধুরী ছেলে শিপন চৌধুরী (২১)সহ নান্টু দত্তের ছেলে অভি দত্ত (২১), কানু দে এর ছেলে টিটন দে (২৯) ও হারাধন দে এর ছেলে কাজল দে (৪৫)কে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতারকৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৪ ধারায় শনিবার আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী।