অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে রহস্যজনক আগুনে পুড়ে নিহত ১, আহত ৫

0
.

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি বহুতল ভবনে রহস্যজনক আগুনে নজরুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এঘটানায় একই পরিবারের আরো ৫জন দগ্ধ হয়েছেন। তবে কিভাবে কোত্থেকে আগুন আগুন লেগেছে তা বলতে পারেনি পরিবার ও আশে পাশের লোকজন।

.

আহতরা হলেন-সেলিনা কলি (৩০), হাজ্জাজ (৩), আজবির (১৩), মনোয়ারা বেগম (৫০) ও জুবাইদা (৩০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসীর ধারণা বিজলী চমকানির থেকে আগুনের সৃষ্ট।  কেউ কেউ গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত দাবী করলেও পরিবারের সদস্যরা এটা নাকচ করে দেন।

.

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, চান্দগাঁও থেকে অগ্নিদগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অগ্নিদগ্ধদের মধ্যে সেলিনা কলির শরীরের শতকরা ১৫ ভাগ, হাজ্জাজের ২৫ ভাগ, আজবিরের ১৫ ভাগ, মনোয়ারা বেগমের ৭০ ভাগ ও জুবাইদার ১৭ ভাগ দগ্ধ হয়েছে।

.

এদিকে রাতে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার ঢাকা নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।