অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাপ্তাইয়ে পাহাড়ি নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাইয়ে বিধবা পাহাড়ি নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুইক্রাচিং মারমা (৩৮)। কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ থেকে ৯’কিলো মিটার ভিতরে দূর্গোম আড়াছড়ি এলাকার তাইহ্লা পাড়াস্থ নিজ বাড়ির অদূরে নদীর ধারের গাছে ঝুলন্ত অবস্থায় (৮নং ওয়ার্ড) এই মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

মরদেহটি উদ্ধার করার পর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এক সূত্র। চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর রাতে ঘটনাস্থল হতে উদ্ধার করে মহিলার মরদেহটি। তার স্বামীর নাম মৃত. মংসুইপ্র মারমা।

স্থানীয়রা জানিয়েছে, নিহতের বাড়িটি একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছিলো। স্থানীয়রা ভয়ে কারো নাম বলতে চাচ্ছেনা। অভিযোগ উঠেছে সন্ত্রাসী মহলের চাপের ভয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলেও চালাতে চাচ্ছে এলাকাবাসী।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ নির্ণয় করা যাবে।