অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্ত্রী হত্যার রায়ে স্বামীর ফাঁসির আদেশ

0
rajshahi-housewife-murder-r
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম।

স্ত্রী হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে রাজশাহীতে আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাব্যুনাল-২ আদালতের বিচারক কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষণা করেন।

যৌতুকের দাবিতে স্ত্রী শারমিন আক্তার লিপিকে হত্যা করে স্বামী রফিকুল ইসলাম। তবে এ মামলায় রফিকুলের মা-বাবাসহ দুই বোনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়

আদালত তাদের বেকসুর খালাস প্রদান করে। রায় ঘোষণার সময় সবাই আদলতে উপস্থিত ছিলেন।

রাজশাহী কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাসেম জানান, ২০০৭ সালে বাগমার ভবানিগঞ্জ হিন্দুপাড়া এলাকায় গৃহবধূ শারমিন আক্তার লিপিকে যৌতুকের দাবিতে তার স্বামী হত্যা করে ঘরে ঝুলিয়ে রাখেন। পরে এই ঘটনায় রফিকুলের মা-বাবাসহ দুই বোনকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। দীর্ঘ ১০ বছর পরে এই মামলার রায় ঘোষণা করেছে আদালত। আদালত ওই গৃহবধূর স্বামীকে ফাঁসি ও মা-বাবাসহ দুই বোনকে খালাস দেয়েছে আদালত।