অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম ধ্বংস

0

কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক অপরিপক্ক আম ধ্বংস করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আমঝুপি গ্রামের একটি বাগান থেকে ট্রাক ভর্তি আম জব্দ করে পরীক্ষা-নীরিক্ষার পর রাত সাড়ে দশটার দিকে তা ধ্বংস করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আলম জানান, আমঝুপি গ্রামের জোয়ার্দ্দার পাড়ার একটি বাগান থেকে অপরিপক্ক আম ট্রাক ভর্তি করে ঢাকায় নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান দল সেখানে পৌছানোর আগেই আম মালিক ও ট্রাক চালক আম ভর্তি ট্রাক ফেলে পালিয়ে যায়। আমগুলো পরীক্ষা করে অপরিপক্ক ও কেমিক্যাল দিয়ে পাকানো বলে সিদ্ধান্ত দেন কৃষি কর্মকর্তারা। এরপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ি রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে আমগুলো ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, অভিযুক্ত আম মালিককে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এছাড়াও অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।