অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুই জাহাজের সংঘর্ষঃ একটিকে ৩ কোটি টাকা জরিমানা

0
.

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুর্ঘটনায় পড়ে জ্বালানি তেল ফেলে নদী দুষণের অভিযোগে দেশ-১ নামে অয়েল ট্যাঙ্কারকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম পরিবেশ আদালতে শুনানীকালে জাহাজটিকে এই পরিমাণ অর্থদন্ড দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা পাঠক ডট নিউজকে অর্থদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই জাহাজের সংঘর্ষে কর্ণফুলি নদীতে জ্বালানী তেল ছড়িয়ে পড়ে পরিবেশ জলজ প্রাণীর ক্ষতির অভিযোগে অয়েল ট্যাঙ্কার দেশ-১ এর মালিক পক্ষকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। শিগগিরই এ টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আজ পরিবেশ অধিদপ্তরে এ বিষয়ে শুনানীতে দুর্ঘটনায় কবলিত অপর লাইটারেজ জাহাজ ‘সিটি ৩৮’কে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে কর্ণফুলী নদীর ৩ নম্বর ডলফিন জেটি এলাকার মাঝ নদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ও অয়েল ট্যাংকার ‘দেশ-১’ এর সংঘর্ষ ঘটে। এতে অয়েল ট্যাংকার ‘দেশ-১’ এর তলা ফেটে গিয়ে প্রায় ১২০০ টন ডিজেল কর্ণফুলী নদীতে পড়ে যায়। এতে কর্ণফুলি চ্যানেল ও জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

তবে বন্দর কর্তৃপক্ষ জানায়, তারা নিজ উদ্যোগে ইতোমধ্যে কর্ণফুলি নদীতে ছড়িয়ে পড়া তেল ৮০ ভাগ তুলে নিতে সক্ষম হয়েছে।