অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এবার ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাঘাইড়

0
.

একের পর এক বড় বড় মাছ উঠছে রাজবাড়ীর জেলেদের জালে। এবার ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাঘাইড়। আজ শুক্রবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মোস্তাক হালদারের জালে মাছটি ধরা পড়েছে।

বৃহস্পতিবার ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে।

জেলে মোস্তাক হালদার বলেন, ভোরে পাবনার ঢালারচরে জাল ফেলে স্রোতের সঙ্গে সঙ্গে দৌলতদিয়ার দিকে আগাতে থাকি। ফেরিঘাটের কাছাকাছি এসে জালে টান পড়ে।

.

তিনি আরো বলেন, বড় কিছু একটা আটকেছে বুঝতে পেরে সবাই মিলে অনেকক্ষণ চেষ্টা করে জাল গুটিয়ে আনি। পরে বিশাল বাঘাইড় মাছটি দেখতে পাই।

দৌলতদিয়া ফেরিঘাটের আড়ৎদার কেসমত আলী বলেন, আমি ৩১ কেজি ছয়শ গ্রাম ওজনের বাঘাইড়টি নয়শ টাকা কেজি দামে ২৮ হাজার ৩৫০ টাকায় কিনে ৯৫০ টাকা কেজি দামে বিক্রি করেছি।

মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্যা জানান, মাছটি আমি এক হাজার টাকা কেজি দামে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী কিনেছেন।