অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ট্রেন দুর্ঘটনায় আহত শিশু, খোঁজ মিলছে না বাবা-মা’র

1
.

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে; যাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আহত লোকজনদের মধ্যে একটি কন্যা শিশুকেও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি তার নাম বলতে পারছেনা। তার সঙ্গে থাকা বাবা-মা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। বাচ্চাটি দুর্ঘটনায় আক্রান্ত উদয়ন এক্সপ্রেসে ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ তার অভিভাবকের সন্ধান চায়। কেউ শিশুটির অভিভাবকের সন্ধান দিতে পারলে এই নম্বরটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে: ০১৮৭৮৯৮৩৭৩৬

১ টি মন্তব্য
  1. Kazi Saydul Islam Jewel বলেছেন

    সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। শিশুটির নাম নাইমা। তার চাচা মানিকের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন।

    মানিক জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শিশু নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুরে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন।

    মানিক জানান, মাইমার বাবা মাইনুদ্দিনও দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ানা দিয়েছেন। কিন্তু তারা কেউই নাইমার মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না তারা।