অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে জমকালো অনুষ্ঠানে দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
.

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে দীপ্ত টেলিভিশনের চার বছর পূর্তি অনুষ্ঠান। আজ সোমবার নগরীর জামালখানস্থ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র আ জ ম নাছির সহ সমাজের বিভিন্ন শ্রেণির জন প্রতিনিধিরা।

দীপ্ত টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান লতিফা আনসারী রুনার হাতে ফুলের তোড়া দিয়ে আগত অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন।

অল্পদিনেই দীপ্ত টেলিভিশন জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে জানিয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন ভবিষ্যতে বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি চট্টগ্রামসহ দেশের নানা উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরবে দীপ্ত টিভি।

সুলতান সুলেমান খ্যাত দীপ্ত টিভির অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানিয়ে আগত অতিথিরা জানান দীপ্ত টিভির সকল অনুষ্ঠান দর্শকনন্দিত হয়েছে। সামাজিক নানা চিত্র তুলে ধরে এবং শিক্ষামূলক নানা অনুষ্ঠান তৈরি করে দীপ্ত টিভি পৌছে যাবে সমাজের তৃণমূল মানুষের কাছে এমন প্রত্যাশা সবার।

.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন,  সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান অনিন্দ্য টিটো, দেশ টিভির ব্যুরোচীফ আলমগীর সবুজ, প্রেস ক্লাবের সহ সভাপতি মঞ্জর কাদের, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর গিয়াস উদ্দিন, টিভি জার্নালিস্টস এসোসিয়েশন এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সফিক আহমেদ সাজিব, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুসহ সিএমপি, জেলা প্রশাসন, চিটাগাং চেম্বার, উইমেন চেম্বার, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

অনুষ্ঠানে রিয়াজ হায়দার চৌধুরী বলেন, দীপ্ত টিভির কাছে চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের অধিকার মর্যাদা ও সাম্যের বিষয়ে সচেতন ভূমিকায় প্রত্যাশা করেন‌‌। গণমাধ্যম জগতে দীপ্ত টিভি আরো দায়িত্বশীলতার মাধ্যমে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ লক্ষ্যমাত্রা সম্পন্নের কাজ ত্বরান্বিত করবে বলেও আশা করেন তিনি।