অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চেক প্রতারণা মামলায় বিএনপি নেতা ও শিল্পপতি শামসুল আলম গ্রেফতার

0
.

মেঘনা গ্রুপের দায়ের করা ১২কোটি টাকা দুইটি  চেক প্রতারণার মামলায় শিল্প প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রিয় বিএনপি নেতা শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ। বিকালে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্কৃয় রয়েছেন।

এর আগে তিনি মহানগর বিএনপির সহ-সভাপতি ও কোতোয়ালী থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

শামসুল আলম  ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হন।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, বিএনপি নেতা সামশুল আলমের বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে মেঘনা গ্রুপের দায়ের করা দুটি মামলা করেন। এসব মামলায় আদালত থেকে সাজা হয়েছে। আদালত থেকে জারি করা সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।