অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কড়া নিরাপত্তায় বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল চট্টগ্রামে

0
14590284_1301690049843235_5719560124072289553_n
.

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ও টেস্ট খেলতে চট্টগ্রামে এসে পৌছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল। বিকেল পৌণে চারটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান দুই দল। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকেল পৌণে পাঁচটায় হোটেল রেডিসন ব্লু তে আসেন দু’দলের খেলোয়াড়রা।

বাংলাদেশ ও ইংল্যান্ড দলের চট্টগ্রাম আসা উপলক্ষে ৬ স্তরের নিরাপত্তা ছিল পুরো এলাকা জুড়ে। র‌্যাব ও পুলিশের পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তায় অংশ নেয় সোয়াত টিমের সদস্যরা। সিরিজের প্রথম দুই ম্যাচ এক একে সমতা থাকায় বুধবার শেষ ওয়ানডেটি হয়ে পড়েছে অঘোষিত ফাইনাল।

14633073_1095482437173282_7291241288373850103_n
.

এদিকে চট্টগ্রামে আগামী ১২ অক্টোবর’ অনুষ্ঠিতব্য ইংল্যান্ড বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যকার খেলা উপলক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবং বিসিবি সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন।
বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মমিনুর রশিদ আমিন, জেলা প্রশাসক শামসুল আরেফীন, চসিক প্রধান নির্বাহী কাজী মো. শফিউল আলম, বিসিবি মিডিয়া কমিটির সদস্য সচিব আলী আব্বাস, প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।

unnamed-11-3
.

সভায় ইংল্যান্ড ট্যুর’১৬ উপলক্ষ্যে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা ও বিভাগীয় প্রশাসন, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, পিডিবি, ওয়াসা, ফায়ার সার্ভিস, বিটিসিএল, এয়ারপোর্ট কর্তৃপক্ষ, র‌্যাডিসন ব্লু হোটেল, কাষ্টম্স একাডেমী, সিসিএল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।