অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম পূনর্মিলনী ১৭ জানুয়ারী

0
.

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দগাঁও থানার সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের (সিপিসিএস) প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। “সিপিএসসি এলামনাই এসোসিয়েশন” -এর উদ্যোগে আগামী ১৭ জানুয়ারী দিনব্যাপী জমকালো নানা আয়োজনের মধ্যে দিয়ে এই পূনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

“সিপিএসসি এলামনাই এসোসিয়েশন”-এর সভাপতি সাদমান সাকিব জানান, বন্দরনগরী চট্টগ্রামে ২০০৮ সালে স্থাপিত হয় সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ। খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষার পরিবেশ এবং ভালো ফলাফলের জন্য এই স্কুলটি সমগ্র চট্টগ্রামে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ।

নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত “সিপিএসসি এলামনাই এসোসিয়েশন” প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পূর্ণমিলনী অনুষ্ঠান। আগামী ১৭ই জানুয়ারী শুক্রবার স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীদের মহা মিলনমেলা অনুষ্ঠিত হবে। ২০০৮ সালের পর থেকে এই স্কুল থেকে কৃতিত্বের সাথে পড়ালেখা শেষ করা ছাত্রছাত্রীরা এতে অংশ নিবেন।

সাদমান সাকিব জানান, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা বর্তমানে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত। অনেকে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছেন। তাদের সবাই এই মিলন মেলায় একত্রিত হবেন।

পূনর্মিলনী উপলক্ষে গত ২ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন শেষ হবে ১৮ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ।